জেলা শহর জয়পুরহাট থেকে ১৬ কি.মি পূর্বদিকে কালাই উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের কার্যালয় অবস্থিত। জেলা শহর বগুড়া থেকে প্রায় ৪৫ কিলোমিটারদুরে উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের কার্যালয় অবস্থিত। জেলা শহর জয়পুরহাট অথবা বগুড়া থেকে বাসে চেপে কালাই বাস ষ্টান্ডে নেমে প্রায় ৩০০মিটার পূর্ব দিকে অগ্রসর হলেই কালাই উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের কার্যালয় পাওয়া যাবে ( পাকা মেইন রাস্তার দক্ষির পার্শ্বেউপজেলা চত্তর এর ভিতরে )। অপর দিকে ঢাকা থেকে ট্রেন যোগে জয়পুরহাট রেল স্টেশনে নেমে বাস টার্মিলালে এসে বগুড়া গামীবাসে চেপে এবং ঢাকা থেকে জয়পুরহাটগামী বাস/কোচ -এ চেপে কালাই বাসস্টান্ড -এ নেমে কালাই উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের কার্যালয় আসা যাবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস